বাংলাদেশ জিওফিসিকাল ইউনিয়ন
বাংলাদেশ জিওফিসিকাল ইউনিয়ন (BGU) ননপ্রফিট ইন্ডিপেন্ডেন্ট কমিউনিটি যার একমাত্র উদ্দেশ্য হল পৃথিবী ও মহাকাশ (Earth & Space Science) বিষয়ক বাংলাদেশি গবেষণা সমর্থন করা ও উৎসাহদান করা। BGU ২০২২ সালের এপ্রিলে যাত্রা শুরু করে। বাংলাদেশ একটি মধ্যম আয়ের উন্নয়নশীল দেশ। এই দেশের শতকরা ৬৩ ভাগ আয়ের উৎস কৃষি, যার অবদান বাংলাদেশের অর্থনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে অনস্বীকার্য। একই সাথে আবহাওয়া ও জলবায়ুর তীব্রতা বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য যা এই দেশের কৃষি ছাড়া ও জন জীবনে প্রতিদিন ভূমিকা রাখে। এই সার্বিক প্রয়োজনীয়তা এবং গুরুত্বকে বিবেচনা করে বাংলাদেশ জিওফিসিকাল ইউনিয়ন প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশা করছি আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে এবং সবার সহযোগিতায় বাংলাদেশের জন্য ফলপ্রসূ কিছু গবেষণামূলক কাজ করতে সক্ষম হব।
উদ্দেশ্যঃ
■ একই বিষয়ক কাজে কর্মরত বাংলাদেশি গবেষকদের সাথে পরিচিত হওয়া
■ ভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের একসাথে কাজ করা, নিজের গবেষণা পত্র ও পোস্টার শেয়ার করা
■ বাংলাদেশ নিয়ে গবেষণার কাজে অনুপ্রাণিত, সহযোগিতা করা ■ গবেষকদের কাজ প্রয়োগ করা
■ ছাত্র ছাত্রীদের এই বিষয়ক গবেষণাতে আনতে অনুপ্রাণিত করা ■ মেন্টর গ্রুপ তৈরি করা
কর্ম পরিকল্পনাঃ
নিয়মিত সেমিনার সিরিজ
BGU সিম্পসিয়াম করা (ভার্চুয়াল)
স্কিল ওয়ার্কশপ করা (ভার্চুয়াল)
ব্লগ, শিক্ষার্থী রিসোর্স।
প্রাসঙ্গিক বিষয়
Atmospheric and Space Electricity
Atmospheric Sciences
Biogeosciences
Cryosphere Sciences
Environmental Sciences
Geography
Geology
GeoHealth
Geomagnetism, Paleomagnetism and Electromagnetism
Hydrology
Natural Hazards
Ocean Sciences
Paleoclimatology
Planetary Sciences
Remote Sensing
Seismology
Space Physics and Aeronomy
Volcanology, Geochemistry, and Petrology